মুরারই ১: সন্তোষপুর গ্রামের কাছে দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 5, চিকিৎসার জন্য পাঠানো হল রামপুরহাট মেডিকেল কলেজ
দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ । আহত কমপক্ষে পাঁচজন। দুর্ঘটনাটি ঘটেছে আজ ২৮ নভেম্বর শনিবার দুপুর নাগাদ রাজগ্রাম মোহনপুর রাস্তার উপর সন্তোষপুর গ্রামের কাছে। আহতদের উদ্ধার করে স্থানীয় ও পরিবারের লোকজন রাজগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে তাদের চিকিৎসা চলে। পরে তাদের ভালো চিকিৎসার জন্য পাঁচ জনকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের প্রত্যেকের বাড়ি রাজ গ্রাম পঞ্চায়েতের বনরামপুর গ্রামে বলে জানা গিয়েছে।