কৃষ্ণনগর ১: বিশ্বকর্মা পুজোয় থিমের ছোঁয়া কৃষ্ণনগর পৌরসভায়,যারা সাফাই কর্মীর কাজ করেন তাদেরকে সম্মান জানাতে থিম করা হয়েছে নীলকন্ঠ
প্রসঙ্গত প্রতিবছরের মতো এবছরও কৃষ্ণনগর পৌরসভার মোটর ভেহিকেল দপ্তরের উদ্যোগে হচ্ছে দেবশিল্পী বিশ্বকর্মা পুজো। এবছর তাদের পূজোর থিম নীলকন্ঠ। পৌরসভাতে যারা সাফাই কর্মীর কাজ করেন তাদেরকে সম্মান জানাতে এই থিমের উদ্যোগ। প্যান্ডেল তৈরি করা হয়েছে বিভিন্ন রকম সাফাই কাজে প্রয়োজনীয় জিনিসপত্র এবং সাফাই কর্মীদের পোশাক সহ অন্যান্য জিনিস দিয়ে। উদ্যোক্তাদের দাবি সমাজের জঞ্জাল পরিষ্কার করেন যারা তারা সেভাবে সম্মান পায় না তাদেরকে উৎসর্গ করতেই এই থিম।