খড়দা বাজার সংলগ্ন বিটি রোডের ধারে নর্মদা আবাসনের এক ফ্ল্যাটে ইডির তল্লাশিতে প্রকাশ্যে এল অবাক করা তথ্য। বুধবার দুপুর দুটো নাগাদ বিশেষ সূত্রের খবর অনুযায়ী, পরিবহণ ব্যবসায়ী বিনোদ গুপ্তা নামে এক ব্যক্তির বাড়ি থেকে ইডি উদ্ধার করেছে এমনসব নথি, যা থেকে জানা গিয়েছে—তিনি গত ১০ বছরে প্রায় ৯০০ বার বিদেশ সফর করেছেন!