নানুর: মুক্তাঙ্গন ক্লাবের ভার্চুয়ালি পুজো উদ্ধোধন থেকে মুখ্যমন্ত্রীর মুখে কাজল সেখের নাম! সব ভালো করে দেখে রাখার বার্তা C.M এর
Nanoor, Birbhum | Sep 23, 2025 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই বিভিন্ন পুজো মণ্ডপের দুর্গাপুজোর সূচনা করেছেন। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ও বীরভূমের ১৭টি পুজোর ভার্চুয়ালি ভাবে সূচনা করেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে অন্যতম কীর্ণাহার মুক্তাঙ্গন স্পোর্টস অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো।চলতি বছরে এই পুজো পদার্পণ করেছে ৩৯তম বর্ষে।তবে এদিন সন্ধ্যায় কীর্ণাহার মুক্তাঙ্গন স্পোর্টস অ্যাসোসিয়েশন পুজোর ভার্চুয়ালি উদ্বোধন থেকে মুখ্যমন্ত্রী'র মুখে শোনা গেল জেলা পরিষদের সভাধিপতি কাজল।