বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শনিবার দুপুরে বাঁকুড়া সাংগঠনিক জেলার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত রঘুনাথপুরের বিধায়ক কার্যালয়ে আয়োজিত হল বিজেপির বুথ বিজয় অভিযান কর্মসূচি। রঘুনাথপুর বিধানসভার কনভেনার সন্তু তেওয়াড়ী জানান আগত বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিন বুথ বিজয় অভিযান কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনকে আরো বেশি করে মজবুত করার লক্ষ্যেই সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এদিন বৈঠকে।উপস্থিত হয়েছিলেন বিজেপির পুরুলিয়া বিভাগ কনভেনার সহ অন্যরা।