রায়না ১: রায়নগর এলাকায় ঘরের উঠান পরিষ্কার করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার
মৃতার নাম শ্যামলী হাজরা ৫০ তার বাড়ির রায়না থানার রায়নগর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠোন পরিষ্কার করতে যান শ্যামলী হাজরা,এরপর সেখানেই তাকে বিষধর সাপে কামড় দেয়, পরিবারের লোকরা জানতে পেয়ে তাকে উদ্ধার করে রায়না স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ এটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে।