আউশগ্রাম ২: রাস উৎসব উপলক্ষ্যে কীর্তন গানের আসর বসলো আউশগ্রামের ছোট রামচন্দ্রপুরে, যা দেখতে ভীড় জমালেন বাসিন্দারা
রাস উৎসব উপলক্ষ্যে বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ কীর্তন গানের আসর বসলো আউশগ্রামের ছোট রামচন্দ্রপুরে। যা দেখতে ভীড় জমান আশপাশের অগনিত শ্রোতারা। জানা গিয়েছে, রীতি অনুসারে, ছোট রামচন্দ্রপুরের রাসে রাধা মাধবের বিগ্রহ দুটিকে গ্রাম পরিক্রমা করানো হয়। আর এই উৎসব উপলক্ষ্যে সেখানে কয়েকদিন ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেইমতো হারিয়ে যেতে বসা কীর্তন গানের এদিন আসর বসে।