তমলুক: গরু চুরি হওয়ার মহিষাদল থানায় দারস্ত পরিবার,CCTV ফুটেজ ধরে চোরের হদিস,গরু না পেয়ে বিপাকে পুলিশ,কান্নায় পরিবার
পূর্ব মেদিনীপুর জেলার তাজপুর গ্রামের গৃহস্থের গোয়াল ঘর থেকে তিনটি মূল্যবান গাভী গরুর সহ একটি বাছুর চুরি হয় মহিষাদল থানায় গরু চুরির অভিযোগ করার পরে তৎপর হয় পুলিশ সিসিটিভি ফুটেজ ধরে দেখা যায় চার চাকা গাড়ি করে গরুগুলিকে চুরি করে নিয়ে যাওয়া হয় |অভিযুক্তদের পড়ে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু গরু খুঁজে পাওয়া যায়নি |গরু গুলোকে হাটে বিক্রি করে দেওয়া হয় |গরু না পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার |আশ্বাস দেওয়ার পরেও গরু ফেরত দিতে না পেরে বিপাকে পুলিশ |