বর্ধমান ১: আঁখিনা গ্রামে সাপের কামড়ে মৃত্যু হলো এক চাষির
মৃতের নাম বৈদ্যনাথ দত্ত(৬৮)। দিনকয়েক আগে ধান দেখতে তিনি জমিতে যান। সেসময় জমিতেই তাঁর ডান পায়ে সাপে ছোবল মারে। পরিবারের লোকজন তাঁকে আলমপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। মঙ্গলবার ভোরে তিনি মারা যান।