আরামবাগ: সদরঘাট এলাকায় শিব সেজে বাড়ির মধ্যে ঢুকে টাকা ও ফোন চুরি করলো চোর
শিব সেজে বাড়ির মধ্যে ঢুকে টাকা ও ফোন চুরি করলো চোর।তাকে ধরে পুলিশের হাতে দিলো উত্তেজিত জনতা।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার আরামবাগের সদরঘাট এলাকায়।জানা গেছে,বাড়িতে কেউ না থাকার সুযোগে এক মহিলার বাড়িতে ঢুকে পরে শিবরূপী যুবক।পরক্ষনে মহিলা বাড়িতে চলে আসায় শিবকে বাড়ির এক কোনে দাঁড়িয়ে থাকতে দেখে।পরে সে দৌড় দেয়।মহিলা দেখতে পান তার বাড়ি থেকে নগদ 8 হাজার টাকা আর ফোন নিয়ে সে পালিয়েছে।তিনি চিৎকার শুরু করেন।স্থানীয়রা ছুটে গিয়ে চোরকে ধরে ফেলে।পরে পুলিশের হাতে তুলে দেয়।