তুফানগঞ্জ ১: ভিমরুলের কামড়ে কৃষ্ণপুর এলাকার অসুস্থ ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তুফানগঞ্জ হাসপাতালে
ঘটনাটি শুক্রবার সকালের ঘটনা। পরিবারের তরফ থেকে জানা যায় মৃতের নাম রঞ্জিত মোদক (৪৬) । তার বাড়ি কৃষ্ণপুর মহামায়া ইস্কুল সংলগ্ন এলাকায়। পরিবারের তরফ থেকে জানা যায় গতকাল আলিপুরে গিয়েছিলেন চাও গুয়া পারতে। গাছে উঠে চাও গুয়া পাড়ার সময় ভিমরুলে কামড় দেয় তাকে। দ্রুত সেখান থেকে আলিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা চিকিৎসাধীন থাকতে বললেও তিনি চলে আসেন বাড়িতে। রাতে অসুস্থ হলে ভর্তি করা হয় তুফানগঞ্জ হাসপাতালে। সেখানেই মারা যান তিনি।