বলাগড়: বলাগরের বাকুলিয়া পঞ্চায়েতের করিন্যা গ্রামে গিয়ে পৌঁছাল বলাগর বিধানসভার বিজেপির কার্যকর্তারা
বলাগরের বাকুলিয়া পঞ্চায়েতের করিন্যা গ্রামে গিয়ে পৌঁছাল বলাগর বিধানসভার বিজেপির কার্যকর্তারা। আজ শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ এমনই খবর হুগলির বলাগরে। প্রসঙ্গত বলাগরের বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিন্যা গ্রামের প্রায় হাজারেরও বেশি ভোটারের নাম নেই ২০০২ এর ভোটার তালিকায়। এই নিয়ে উদ্বেগ ছড়ায় এলাকাবাসীদের মধ্যে। গতকালই এমন খবর সম্প্রচারিত করেছিলাম আমরা। গ্রামবাসীদের কথায়, তারা দীর্ঘ বছর বাকুলিয়া পঞ্চা