নবদ্বীপ: নবদ্বীপ শহরের বিভিন্ন প্রান্ত থেকে শোভাযাত্রা সহযোগে ফাঁসিতলা গঙ্গার ঘাটে অনুষ্ঠিত হল দূর্গা প্রতিমা নিরঞ্জন পর্ব
ফাঁসিতলা প্রতিমা নিরঞ্জন ঘাটে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয় ক্লাব বা বারোয়ারী পরিচালিত প্রতিমা নিরঞ্জন পর্ব,যা অব্যহত থাকে বেশি রাত পর্যন্ত,অপরদিকে প্রতিমা নিরঞ্জন পর্বকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পৌরসভার পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়,নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ভাগীরথী নদীতে মোতায়েন করা হয় স্প্রিড বোর্ট সহ বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীদের,প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে যেকোনও ধরনের বিশৃঙ্খলা রুখতে মোতায়েন করা হয় পুলিশকে।