রায়গঞ্জ: মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর জখম ২ বাইক আরোহী, চাঞ্চল্য করনদিঘির সালানপুরে, আহতদের রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়েছে
মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর জখম ২ বাইক আরোহী, চাঞ্চল্য করনদিঘির সালামপুরে, আহতদের রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়েছে৷ শনিবার দুপুরে আহতদের পরিজনেরা জানান, আহতদের নাম সন্তোষ সিংহ, বয়েস আনুমানিক ২৮ বছর এবং সুবায়ন সিংহ, বয়েস আনুমানিক ৩২ বছর দুজনের বাড়ি করনদিঘিতে৷ জানা গেছে দুজন বাইকে করে যাচ্ছিলেন সেই সময়ে তাদের কোনও গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। তারা রক্তাত জখম অবস্থায় সেখানেই পড়ে ছিলেন। দুজনের শারীরিক অবস্থা খুবই সঙ্কট জনক বলে জানা গেছে।