ফালাকাটা: মঙ্গলবার তাসাটি চা বাগানের পুজোর উদ্বোধন করা হল
আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের লেবার ক্লাব আয়োজিত পুজোর এবার ৭৫ তম বছর। স্বাভাবিকভাবেই পুজো নিয়ে এবার বাড়িতে উৎসাহ রয়েছে ওই চা বাগানে। মঙ্গলবার পুজোমন্ডপের উদ্বোধন করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায় ও চা বাগানের ম্যানেজার মনীষপাল সিং। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মুক্তা সিংহ দত্ত, বিশিষ্ট সমাজসেবী সৌমেন রায়, দেবজিত পাল, সুজিত দত্ত, শশীভূষণ রায় সহ প্রমুখ। চা শ্রমিকরা জানান আর্থিক সমস্যা সত্বেও তাঁরা