৫০ জন ছাত্র ছাত্রীর হাতে স্বামীজীর প্রতিকৃতি ছবি ও স্কুল ব্যাগ তুলে দিল পুরুলিয়া জেলা SFS এর সদস্যরা আগামীকাল বীর সন্যাসী মহাপুরুষ স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মজয়ন্তী তথা জাতীয় যুব দিবস উপলক্ষে SFS অর্থাৎ স্টুডেন্ট ফর সেবার পুরুলিয়া জেলার উদ্যোগে রবিবার দুপুর বারোটা নাগাদ বাঘমুন্ডি নগরে প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রীদের হাতে স্বামীজীর "প্রতিকৃতি" এবং "স্কুল ব্যাগ" তুলে দেওয়া হলো I উক্ত কাৰ্যক্ৰমে উপস্থিত ছিলেন প্রদেশ SFS প্রমুখ সুভজিত মাহাত, প্রদেশ জনজা