বালুরঘাট: দুর্গাপুজো উপলক্ষে বালুরঘাট বিজেপি ও আরএসপির তরফে দুঃস্থদের মধ্যে করা হল বস্ত্র বিতরণ, বিজেপির অনুষ্ঠানে উপস্থিত সুকান্ত
মহা নবমী উপলক্ষে বুধবার বিকেলে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে অসহায় দুস্থদের মধ্যে তাঁতের শাড়ি বিতরণ করলেন ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ডসুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। পাশাপাশি এদিন ১১ নম্বর ওয়ার্ড আরএসপির তরফে বস্ত্র বিতরণ করা হয়।