কোচবিহার ১: রাজ আমলের প্রথা মেনে সম্পূর্ণ হল বড় দেবীর মন্দিরে দশমীর পুজো
রাজ ঐতিহ্য মানে বৃহস্পতিবার সকাল 9 টা নাগাদ সম্পূর্ণ হলো বড় দেবী মন্দিরের দশমী পুজো। এদিন ভারাক্রান্ত মনে ভক্তরা মাকে সিঁদুর খেলে বিদায় জানালো। একেবারে পঞ্জিকা নির্ঘণ্ট মেনে দশমীর পুজো সম্পূর্ণ হওয়ার পর ভক্তবৃন্দদের মায়ের পায়ে সিঁদুর লাগানোর জন্য খুলে দেওয়া হয় বড় দেবী মন্দিরের গেট।।