মঙ্গলকোট: মঙ্গলকোটের নতুনহাট ইছাময়ী সংঘের ঠাকুর বিসর্জন ঘিরে মানুষের ঢল নামলো, ব্যান্ড পার্টির আওয়াজে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা
মঙ্গলকোটের নতুনহাট ইছাময়ী সংঘের ঠাকুর বিসর্জন ঘিরে রবিবার আনুমানিক রাত ১০টা নাগাদ মানুষের ঢল নামলো। ব্যান্ড পার্টির আওয়াজে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। আনন্দ হুল্লোড়ে মাতেন এলাকার ছেলেমেয়েরা। বৃষ্টি থেকে দেবীমূর্তিকে অক্ষত রাখতে প্লাস্টিকে মুড়ে এলাকা পরিক্রমা করা হয়। তারপর প্লাস্টিক খুলে দেবী প্রতিমাকে নিরঞ্জন করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায়।