খুশির সন্ধ্যা, আর তারপরেই ভয়ংকর পরিণতি। ধুলিয়ানের লালপুরে জালসার মেলায় চলন্ত দোলায় চুল জড়িয়ে মৃত্যু হল পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর। পুলিশ জানিয়েছেন মৃত ছাত্রীর নাম আসনির খাতুন। বয়স ১২ বছর। বাড়ি ধুলিয়ান পৌর এলাকার লালপুরেই। শনিবার দুপুর ১২টা নাগাদ পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে আসনির খাতুন তার বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে যায়। মেলার ভেতর থাকা দোলায় চেপে ছিল সে। তখনই হঠাৎই দোলায় চাকার সঙ্গে তার চুল জড়িয়ে যায়।