রায়গঞ্জ: ভোর রাতে কানাইপুরে JCB দিয়ে ৫ দোকান ভেঙে দিল স্থানীয় দুষ্কৃতীরা, এমন অভিযোগে চাঞ্চল্য, অভিযোগ অস্বীকার অপর পক্ষের
ভোর রাতে কানাইপুরে JCB দিয়ে ৫ দোকান ভেঙে দিল স্থানীয় দুষ্কৃতীরা, এমন অভিযোগে চাঞ্চল্য এলাকায়, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অপর পক্ষ৷ বুধবার এলাকাবাসীরা অভিযোগ করেন তারা লিজ নিয়ে দীর্ঘদিন থেকে ওই এলাকায় দোকান করছেন। স্থানীয় কিছু দুস্কৃতী সেই জমি দখল করার চেষ্টা করে৷ বিষয় নিয়ে থানায় বসে মীমাংসাও হতেছিল বলে দাবী৷ তারপরেও এদিন ভোরে ওই দোকানগুলো ভাঙা হয় বলে অভিযোগ। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এই অভিযোগ অস্বীকার করে প্রশাসনিক হস্তক্ষেপের আবেদন জানিয়েছে