রাইপুর: শালপাতার ছোঁয়ায় ‘মায়ের পর্ণকুটির’; জঙ্গলমহল থেকে পরিবেশ রক্ষার বার্তা মটগোদার মৈত্রী সংঘের থিমে
Raipur, Bankura | Oct 21, 2025 জঙ্গলমহলের বনজ সম্পদ শালপাতাকে কেন্দ্র করে পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে রাইপুরের মটগোদার মৈত্রী সংঘের কালীপুজোর থিম ‘মায়ের পর্ণকুটির’। পুরো মণ্ডপ সাজানো হয়েছে শালপাতা দিয়ে। জঙ্গল থেকে সংগৃহীত পাতা সেলাই করে তৈরি করা হয়েছে মণ্ডপের সাজ। থালা-বাটি পর্যন্ত শালপাতার। থিমের মূল বার্তা—প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপকরণের ব্যবহার বাড়ানো। এতে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনই শালপাতা নির্ভর বহু মানুষের জীবিকাও সুরক্ষিত হবে।