উন্নয়নের পাঁচালী নিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস । ভাতারের বলগোনা গ্রামে আদিবাসী পাড়ায় জেলা পরিষদের শিক্ষার কর্মদক্ষ প্রচারে যেতেই আদিবাসী মহিলারা অভিযোগ করল দেদার চোলাই মদ বিক্রি হচ্ছে পাড়ায়। মঙ্গলবার পাঁচটার সময় এক আদিবাসী মহিলা জানান পুলিশ এলেই দুদিন বন্ধ হয়। আবার শুরু হয়ে যায় এই মদের ব্যবসা। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা গ্রামে দেদার চলছে চুলায় মদের ব্যবসা। অভিযোগ পাড়ার আদিবাসী মহিলাদের।