শ্রীরামপুর-উত্তরপাড়া: ১০ শতাংশের জন্য যাদবপুর নষ্ট’, ছাত্রীমৃত্যুতে SFI, CPM-কে শ্রীরামপুর থেকে দায়ী করলেন কল্যাণ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্যুতে রবিবার হুগলির শ্রীরামপুর থেকে SFI, CPM-কে দায়ী করলেন কল্যাণ। বিশ্ববিদ্যালয়ে চত্বরে কীভাবে এমন ঘটনা, তা নিয়ে ফের উত্তাল হয়েছে শিক্ষামহল। প্রসঙ্গত গত বৃহস্পতিবার ক্যাম্পাসের ঝিল থেকে উদ্ধার হয় এক তৃতীয় বর্ষের ছাত্রীর দেহ। এবার যাদবপুরের এই ঘটনার নেপথ্যে বামেদের দায়ী করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়!