মুরারই ১: ভাদিশ্বর SIR -সহায়তা শিবিরে উপস্থিত যুব ব্লক সভাপতি, খোঁজখবর নিলেন এলাকার ভোটারদের
মুরারই ভাদিশ্বর SIR সহায়তা শিবিরে সেদিন পহেলা ডিসেম্বর সোমবার সন্ধ্যা নাগাদ উপস্থিত হন মুরারই এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। এদিন SIR সহায়তা শিবির থেকে যুব সভাপতি এলাকার ভোটারদের ফ্রম ফিলাপ হয়েছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন।এদিন সোমবার সন্ধ্যার দিকে সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।