মথুরাপুর ২: বাজি ব্যবসা খুব একটা ভালো হচ্ছে না কাশিনগর এলাকা থেকে এমনটাই বললেন এক বাজি ব্যবসায়ী
সামনে কালীপূজা বাজি ব্যবসায়ীদের এটাই ইনকামের সময় কিন্তু আগেকার তুলনায় বাজি ব্যবসা খুব একটা ভালো নয় লাইসেন্স বাঁচিয়ে রাখতে ও জীবিকা অর্জন করতে আতশবাজি বানিয়ে সংসার চালিয়ে যাচ্ছেন কাশীনগর এলাকার বাজী ব্যবসায়ীরা আর এ বিষয়ে আজ অর্থাৎ মঙ্গলবার বিকাল ৫ টা নাগাদ পাবলিক অ্যাপে কি বললেন কাশিনগর এলাকার এক বাজি ব্যবসায়ী।