শ্রীরামপুর-উত্তরপাড়া: শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় হুলুস্থুল, কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের তৎপরতায় উদ্ধার শিশু
বুধবার হুগলির শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে হুলুস্থুল! কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হলো শিশু, আটক এক মহিলা। গত বৃহস্পতিবার কন্যা সন্তানের জন্ম দেন। আজ বুধবার তার ছুটি হওয়ার কথা ছিল, ঠিক সেই মতোই হাসপাতালের বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোকজনের। যেমনটা অভিযোগ উঠছে ঠিক সেই সময় কালো বোরখা পড়ে এক মহিলা এসে বলে তারাও নাতি হয়েছে তাই শিশুকে কোলে নিতে ইচ্ছা করছে বলে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়, পুলিশের তৎপরতায় উদ্ধার হয় শিশু, আটক মহিলা।