ইটাহার: বিজয়া সম্মিলনী ও শারদ সম্মান প্রদান অনুষ্ঠানের অয়োজন করা হল ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে, উপস্থিত মন্ত্রী, MLA
সারম্বরে বিজয়া সম্মিলনী ও শারদ সম্মান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল ইটাহারে। বিধায়ক মোশারফ হুসেনের উদ্যোগে শনিবার ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন ইটাহার ব্লকের মোট ১৪৭ টি দুর্গা পুজো কমিটির হাতে স্মারক, আর্থিক সম্মাননা ও একটি করে গাছ প্রদান করা হয়। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা ও সম্মান জানানো হয় ইটাহারের বেশকিছু বর্ষীয়ান বিশিষ্ট ব্যক্তিদের।