ঝালদা ১: বিজেপির পক্ষ থেকে দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তী পালিত হলো বাগমুন্ডিতে
বিজেপির পক্ষ থেকে দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তী পালিত হলো বাগমুন্ডিতে। বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তী পালিত হলো বিজেপির বাগমুন্ডি বিধানসভার চার নম্বর মন্ডলের পক্ষ থেকে বাগমুন্ডির গোবিন্দপুর আমতল এলাকায়। এদিন তার প্রতিকৃতিতে মাল্যদান এবং তার নীতি আদর্শের কথা জনসমক্ষে তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল ৪ এর সভাপতি অরুন চন্দ্র মাজি সহ এই মন্ডলের নেতা কর্মী সমর্থকরা।