খণ্ডঘোষ: পূর্ব বর্ধমান নবনিযুক্ত এসসি ওবিসি সেলের সভাপতি কে সংবর্ধনা খণ্ডঘোষের বিধায়কের
পূর্ব বর্ধমান জেলার নবনিযুক্ত এসসি ওবিসি ছেলের সভাপতিকে সংবর্ধনা জানালো খন্ডঘোষ বিধায়ক অফিস থেকে খণ্ডঘোষের বিধায়ক। খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগসহ একাধিক নেতৃত্বরা উপস্থিত থেকে সংবর্ধনা জানানো হয়। নবনিযুক্ত সভাপতি তথা জামালপুর বিধানসভার বিধায়ক অলক মাঝিকে।