ক্যানিং ১: তৃণমূলের ঘর শত্রু কে জানেন? চিনিয়ে দিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল
শুভেন্দু অধিকারিকে বিভীষণ বলে কটাক্ষ করেন সাংসদ। বুধবার ক্যানিং এর হেরোভাঙা বাজারে তৃণমূলের ডাকে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ প্রতিমা মন্ডল কটাক্ষ করেন শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, “ নন্দীগ্রামের এই নেতা তৃণমূলে যখন ছিলেন তখন সমস্ত ধরনের পদে থেকে ক্ষমতা ভোগ করেছেন। এখন বিজেপিতে গিয়ে আমাদের দলের ক্ষতি করতে চাইছেন। এই বিভীষণকে আমরা এবার জব্দ করবো। ভোট চাইতে এলে বুঝিয়ে দিতে হবে এই বিভীষণকে বাংলায় তাঁদের কোন ঠাই নেই।”