ডেবরা: বাড়ীর বাইরে গিয়ে বাঁশদা এলাকা থেকে নিঁখোজ হোলো এক ব্যাক্তি,রবিবার থানায় অভিযোগ দায়ের পরিবারের
গতকাল বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বাঁশদা এলাকা থেকে বাড়ির বাইরে বাজারে গিয়ে নিখোঁজ হলো এক ব্যক্তি। কতকাল রাতভর বাড়ির লোকজন চারিদিকে খোঁজ খবর করার পর না পাওয়ায় অবশেষে রবিবার সন্ধ্যায় ডেবরা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।