রায়গঞ্জ: স্নাতকোত্তরের মেধা তালিকা বাতিলে বিপাকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়া,অভিযোগের তীর বিশ্ববিদ্যালয় দিকে
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তরে মেধা তালিকা অনুযায়ী ভর্তি হলেও প্রযুক্তিগত গরমিল এর কারণে তিন পড়ুয়ার ভর্তি বাতিল করা হয়। তিন মাস ধরে আশ্বাস পেলেও কোনও সমাধান হয়নি। প্রতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার অভিযোগ করেন এই ঘটনায় তাঁদের সম্পূর্ণ শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মন্তব্য করতে না চাইলেও উপাচার্য জানিয়েছেন পড়ুয়ারা যে আরটিআই করেছেন,তার উত্তর দেওয়া হবে।