ধূপগুড়ি: ধুপগুড়ি মাগুরমারী এক নং গ্রাম পঞ্চায়েতের কালিরহাট বীণাপাণি এলাকায় পথদুর্ঘটনায় আহত দুই
ধুপগুড়ি মাগুরমারী এক নং গ্রাম পঞ্চায়েতের কালিরহাট বীণাপাণি এলাকায় পথদুর্ঘটনায় আহত দুই, ঘটনায় চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গিয়ে সোমবার সন্ধ্যা সারে ৭ টা নাগাদ ধুপগুড়ি থেকে কালীরহাটের দিকে আসছিল এক বাইকে করে দুই কিশোরী সহ এক যুবক এরপর অপর পাশ থেকে মদ্যপ অবস্থায় এক ব্যক্তি হেঁটে আসছিল। হঠাৎ বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই ব্যক্তিকে ধাক্কা মারে এবং ঘটনায় আহত হয়ে পড়ে বাইকে থাকা এক কিশোরী ও পথ চলতি সেই ব্যক্তি।