পূর্বস্থলী ২: রাজ্যের গন্ডি পেরিয়ে ভিন রাজ্যে পাড়ি পূর্বস্থলীর শীতকালীন ফুল, লাভের মুখ দেখছেন চাষীরা
পূর্বস্থলীর ফুল পাড়ি দিচ্ছে ভিন রাজ্যের, রাজ্য পেরিয়ে ভিন রাজ্যে ফুল পাড়ি দেওয়ায় মুখে হাসি ফুটেছে চাষীদের।তবে আবহাওয়ার কারণে ফুলের গ্রোথ ঠিক ভাবে হয়নি। সেই কারণে কিছুটা সমস্যাও রয়েছে চাষিদের। পূর্বস্থলী দু'নম্বর ব্লকের পলাশফুলি, পূর্বস্থলী, পারুলিয়া সহ বিস্তীর্ণ এলাকায় প্রচুর পরিমাণে ফুলের চাষ হয় শীতকালীন ফুল। গাধা, চন্দ্রমল্লিকা, ক্যালেন্ডুলা, এস্টার, বেবি ডল সহ নানান শীতকালীন ফুল চাষ করে থাকেন এই এলাকার ফুল চাষিরা।