কৃষ্ণনগর ২: বেলপুকুর গ্রামের ঐতিহাসিক কালী পুজো, আনুমানিক ৩০০টি কালীপুজো হচ্ছে গ্রামে
কৃষ্ণনগর দু'নম্বর ব্লকের অন্তর্গত বেলপুকুর গ্রামে প্রতিটি ঘরে ঘরে হচ্ছে কালীপুজো।বেলপুকুর গ্রামটি কে তন্ত্রসাধনার গ্রাম বলেও জানা যায়। আনুমানিক 300 টি কালীপুজো প্রতি বছরই বেলপুকুর গ্রামে হয়।কালীপুজোর প্রস্তুতি চলছে গ্রামে জোর কদমে।