জয়নগর ১: জয়নগরের ইটভাটার মালিক জয়ন্ত মন্ডল খুনের ঘটনায় অধরা দুষ্কৃতীরা
*জয়নগরের ইটভাটার মালিক জয়ন্ত মন্ডল খুনের ঘটনায় অধরা দুষ্কৃতীরা* বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ইটভাটা থেকে বাইকে চেপে দক্ষিণ বারাশতের বাড়িতে যাওয়ার সময় মহিষমারি এলাকার ফাঁকা রাস্তায় কুপিয়ে খুন করা হয়েছে ইট ভাটার মালিক জয়ন্ত মন্ডলকে।স্থানীয় গোবিন্দপুর গ্রামের আদি বাসিন্দা জয়ন্ত প্রতিদিনই ভাটার কাজ সেরে ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরতো।আর সেই সময়ই আততায়ীরা তাকে কুপিয়ে হত্যা করে করেছে।সেই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।