পর্যটকদের গাড়ি নিয়ে পালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল হাসনাবাদ থানার পুলিশ। গতকাল শনিবার হাসনাবাদ এলাকা থেকেই তাকে পাকড়াও করা হয়। আজ রবিবার দুপুর ১২টা নাগাদ ধৃত ব্যক্তিকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত ১৪ ডিসেম্বর কলকাতার বাসিন্দা শুক্লা সাহা সপরিবারে টাকি ভ্রমণে আসেন। তারা একটি বেসরকারি ‘ড্রাইভার সেন্টার’ থেকে বুবাই খাঁ নামে এক চালককে ভাড়া করেছিলেন। অভিযোগ, ওইদিন রাত ১০টা নাগাদ পর্যটকরা যখন হোটেলে ছিলেন, তখন চালক বুবাই ম