কালচিনি: বিভিন্ন দাবিতে আন্দোলনে সামিল হল আটিয়াবাড়ি চা বাগানের বাঙ্গাবাড়ি ভিভিশনের শ্রমিকরা
বিভিন্ন দাবিতে আন্দোলনে সামিল হল আটিয়াবাড়ি চা বাগানের বাঙ্গাবাড়ি ভিভিশনের শ্রমিকরা। শুক্রবার বিকেলে চা পাতা তুলে চা পাতা জমা না দিয়ে সড়কে কাঁচা পাতা রেখে আন্দোলনে সামিল হয়েছে বাগানের শ্রমিকরা। শ্রমিকদের প্রধান দাবি ক্রেজ হাউসে পর্যাপ্ত শ্রমিক নিয়োগ করতে হবে। পূর্বে ক্রেজ হাউসে শিশুদের দেখার জন্য চার জন শ্রমিক ছিল কিন্ত কয়েকদিন থেকে একজন শ্রমিক দিয়েছে, আর একজনের পক্ষে শিশুদের দেখাশোনা ঠিকমত করা সম্ভব নয়।