ভগবানপুর ১: বিভীষণপুর অঞ্চল তৃণমুল কংগ্রেসের সাধারণ সভা ও BLA-2 দের সম্বর্ধনা জ্ঞাপন সভায় আজ বিভীষণপুরে উপস্থিত ব্লক তৃণমূল সভাপতি
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর১ব্লকের বিভীষণপুর অঞ্চল তৃণমুল কংগ্রেসের সাধারণ সভা ও SIR সংক্রান্ত বিষয়ে মানুষজনের সহায়তায় অংশগ্রহণ কারী BLA-2 দের সম্বর্ধনা জ্ঞাপন সভা আজ ভীষনপুরে অনুষ্ঠিত হয়।এই সভায় উপস্থিত থেকে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সহ SIR সংক্রান্ত নানান সমস্যার সমাধানের সূত্র বাতলে দিলেন ব্লক তৃণমূলকংগ্রেসের সভাপতি রবিন চন্দ্র মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল সভাপতি সৌরভ কান্তি বেরা,পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা সহ অন্যা