কোচবিহার ১: গায়ত্রী দেবী পার্ক ও ব্রাহ্মসমাজ মন্দিরের মাঠ সাজিয়ে তোলার জন্য এসটিমেট করে পাঠানো হয়েছে জানালেন চেয়ারম্যান
৮০ লক্ষ টাকা খরচ করে সাজিয়ে তোলা হবে গায়ত্রী দেবী পার্ক ও ব্রাহ্মসমাজ মন্দিরের পার্ক। ইতিমধ্যে এস্টিমেট করে আর্থিক অনুদানের জন্য গ্রীন সিটি মিশনের পাঠানো হয়েছে বলে জানালেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার রাস মেলা সংলগ্ন এলাকা থেকে তিনি জানান চলতি বছরেই টাকা চলে আসলে এই দুটি পার্কে সাজিয়ে তোলার কাজ শুরু হবে।