মঙ্গলকোট: রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা আগামীকাল, মঙ্গলকোটের পাঁচটি স্কুলে পড়েছে পরীক্ষার সেন্টার
রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মঙ্গলকোট ব্লকের পাঁচটি স্কুলে হচ্ছে পরীক্ষার সেন্টার। সেগুলি হল বাজার বনকাপাসি SM হাইস্কুল, মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়, যজ্ঞেশ্বরডিহি BMS শিক্ষানিকেতন, পিন্ডিরা উচ্চ বিদ্যালয় ও মাথরুন NC ইনস্টিটিউশন। শনিবার আনুমানিক বিকাল ৫টা পর্যন্ত ওইসমস্ত সেন্টার গুলিতে শেষমুহূর্তের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখা হয়।