বছরের শুরুতেই রায়গঞ্জ ও উত্তর দিনাজপুর জেলা বাসীর জন্য একগুচ্ছ রেল উপহারের ঘোষণা করলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। শুক্রবার সংসদ কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি জানান, জেলায় একাধিক ট্রেনের নতুন স্টপেজ অনুমোদন হয়েছে। তাম্বারাম–সিলঘাট এক্সপ্রেস ডালখোলা, মালদা টাউন–নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস পান্জিপাড়া, রাধিকাপুর–শিলিগুড়ি ইন্টারসিটি ও হাওড়া–রাধিকাপুর কুলিক এক্সপ্রেস কানকি এবং লোকমান্য তিলক এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড স্টেশনে নতুন স্টপেজ পেয়েছে।