বরাবাজার: প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে ৫ শতাধিক মহিলাকে দেওয়া হলো মুরগির বাচ্চা বরাবাজারে, উপস্থিত ব্লক তৃণমূল সভাপতি
পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে, বরাবাজারে শুক্রবার বিকেলে ব্লক এলাকার ৫ শতাধিক মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে মুরগি বাচ্চা বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন বরাবাজার পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শক্তিপদ মাহাতো, পঞ্চায়েত সমিতির সদস্যা মীরা সিংহ মল্ল, বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মাহাতো সহ অন্যান্যরা।