নাকাশিপাড়া: নাওভাঙ্গায় টোটো করে স্কুলে আসার পথে ট্রাক্টারে ধাক্কায় গুরুতর আহত স্কুলের ছাত্র বীরপুরের অরীক ঘোষ ঘটনাস্থলে পুলিশ
ঘটনাটি ঘটেছে নাকাশী পাড়ার গোবীপুরে। নাও ভাঙ্গাতে টোটোতে করে আসছিল নাওভাঙ্গা প্রাইমারী স্কুলের ছাত্র অরিক ঘোষ ।বীরপুর ঘোষপাড়ায় তার বাড়ি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর টোটোর পেছন থেকে ধাক্কা মারলে ,গুরুতর আহত হয় অরিক ঘোষ।