রাজ্যজুড়ে এসআইআরের আবহের মধ্যে নদীয়ার করিমপুর দুই নম্বর ব্লকের ধোড়াদহ এক নম্বর অঞ্চলে করিমপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ধোড়াদহ এক অঞ্চল তৃণমূলের পরিচালনায় এস আই আর সহায়তা কেন্দ্র করা হলো সেই সাথে তৃণমূলের পক্ষ থেকে ভোট রক্ষা শিবিরো করা হয়। বুধবার এই সহায়তা কেন্দ্র এবং শিবির পরিদর্শন করলেন করিমপুরের বিধায়ক বিমলন্দ সিংহ রায়, পাশাপাশি তিনি সাধারণ মানুষের বাড়ি গিয়েও কথা বলেন। বুধবার আনুমানিক দুপুর দুটো নাগাদ সেই ছবি উঠে এলো।