এসইউসিআই দলের প্রথম জেলা সম্পাদক ও হলদিবাড়ির কৃতিসন্তান প্রয়াত কমরেড সুব্রত চৌধুরীর প্রয়ান দিবস পালন করা হলো হলদিবাড়িতে। মঙ্গলবার সন্ধ্যায় হলদিবাড়ি শহরের এসইউসিআই দলের দলিয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য নিবেদন করে তাকে স্মরন করা হয়। দলের হলদিবাড়ি লোকাল কমেটির সম্পাদক রুহুল আমিন, কৃষক নেতা সাত্তার সরকার, পার্থ প্রতিম ভট্টাচার্য, কোপিল বর্মন সহ অনেকেই।