কুমারগ্রাম: বারবিশায় ৩১ নম্বর সি জাতীয় সড়ক থেকে নালায় পড়ল পণ্যবাহী গাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়িতে থাকা ২ জন
বারবিশা এলাকায় ৩১ নম্বর সি জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নালাতে পড়ল পণ্যবাহী একটি গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির চালক ও তাঁর সহযোগি। মঙ্গলবার দুপুর নাগাদ লক্ষ্য করা গেল, দুর্ঘটনাগ্রস্ত পণ্যবাহী গাড়িটি নালার মধ্যে পড়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারা থেকে মাছের দানা নিয়ে অসমে যাচ্ছিল গাড়িটি। একই পথে চলা একটি কন্টেনার আচমকাই মাছের দানা বোঝাই গাড়িটির সামনে চলে আসে।