ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুর সিটি সেন্টারে রঘু ডাকাত এর ঝড় চতুরঙ্গ মাঠে দেব ইধিকার জমজমাট প্রমোশন, উপচে পড়া ভিড়
দুর্গাপুর সিটি সেন্টারের চতুরঙ্গ মাঠে সোমবার রাত নটায় যেন মিনি সিনেমা প্রিমিয়ারের রূপ নিল। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’-এর প্রমোশনে হাজির হয়েছিলেন ছবির নায়ক দেব এবং নায়িকা ইধিকা পল। সঙ্গে ছিলেন ছবির পুরো টিম—সহঅভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, রূপা গাঙ্গুলি, অম সাহানি, অ্যালেক্স ও’নেল সহ অন্য সদস্যরা।