মথুরাপুর ২: কৌতলা অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত রায়দিঘী বিধানসভার বিধায়ক
মুখ্যমন্ত্রী মমতা_বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক_বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রায়দিঘী বিধানসভা কেন্দ্রের কৌতলা অঞ্চলে আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিট নাগাদ "আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার" ক্যাম্পে অনুষ্ঠিত হয়। এই দুয়ারে সরকার ক্যাম্পে প্রায় ৭০ জন জনগণ বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য ফ্রম ফিলাপ করে জমা দেন উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা সহ বিশিষ্ট প্রশাসনিক ব্যক্তিবর্গ।